আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বিবিসি’র উপস্থাপক এখন নিজেই খবরের শিরোনাম

বিবিসি’র উপস্থাপক এখন নিজেই খবরের শিরোনাম

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

‘হিউ এডওয়ার্ডস’ বিবিসি’র একজন জ্যেষ্ঠ উপস্থাপক। দুই দশক ধরে সংবাদমাধ্যমটির সাড়াজাগানো অনুষ্ঠান ‘নিউজ অ্যাট টেন’ উপস্থাপনা করছেন তিনি। লাখ লাখ মানুষ নিয়মিত এ অনুষ্ঠান দেখেন। সেই সঙ্গে ইতিহাসের অন্যতম সাড়াজাগানো কিছু অনুষ্ঠান উপস্থাপনার রেকর্ড রয়েছে এডওয়ার্ডসের ঝুঁলিতে। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর ১০ দিনের শোকের আয়োজন তাঁর মাধ্যমে জেনেছিলেন বিবিসির দর্শকেরা। রাজা তৃতীয় চার্লসের অভিষেক, রাজকীয় কোনো বিয়ের আয়োজন, সাধারণ নির্বাচনের ফলাফল—গুরুত্বপূর্ণ নানা উপস্থাপনায় বিবিসির অতিপরিচিত মুখ এডওয়ার্ডস।

বিবিসির আলোচিত উপস্থাপক হিউ এডওয়ার্ডস এখন নিজেই খবরের শিরোনাম হয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যৌনতাপূর্ণ ছবি পাঠানোর জন্য এক অপ্রাপ্তবয়স্ককে অর্থ দিয়েছেন তিনি। তদন্ত চলছে এডওয়ার্ডসের বিরুদ্ধে। তবে গত শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যমে এ অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও ৬১ বছর বয়সী এডওয়ার্ডসের নাম প্রকাশ করা হয়নি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights