আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বেলারুশের নির্বাসিত বিরোধী নেতার সাথে বাইডেনের সাক্ষাৎ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৩ জুলাই ২০২৩ @ ১১:০৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ জুলাই ২০২৩@১১:০৮ পূর্বাহ্ণ
বেলারুশের নির্বাসিত বিরোধী নেতার সাথে বাইডেনের সাক্ষাৎ

।।ইন্টারন্যাশনাল প্রতিবেদক।।

ভিলনিয়াসে ন্যাটো সম্মেলনের ফাঁকে বুধবার বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা স্বেতলানা তিখানভস্কায়ারের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাক্ষাত করেছেন। হোয়াইট হাউস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেলারুশে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিজয় দাবি করা তিখানভস্কায়া বিতর্কিত ভোটের পর থেকে নির্বাসনে রয়েছেন। তিনি লিথুয়ানিয়ায় বসবাস করছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, তিখানভস্কায়ারের সাথে বাইডেনের বৈঠককালে বাকস্বাধীনতা, বেলারুশের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনসহ মানবাধিকবার রক্ষায় যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দেয়া হয়েছে।
বেলারুশ একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র যেখানে লুকাশেঙ্কোর প্রায় তিন দশকের শাসনকালে বিরোধী কণ্ঠস্বর দমন ও স্বাধীন সংবাদ মাধ্যমের গলা চেপে রাখা হয়েছে। এদিকে গত মাসে রাশিয়ার ভাড়াটে সৈন্যের গ্রুপ ওয়াগনার প্রধান মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ করলে বেলারুশের মধ্যস্থতায় তা সমাধান করা হয়। এদিকে তিখানভস্কায়া বলেছেন, গত সপ্তাহে তিনি একটি বেনামী বার্তা পেয়েছেন। এতে বলা হয়েছে তার কারাবন্দী স্বামী সের্গেই টিকানভস্কি মারা গেছেন। স্বামীর সাথে তিখানভস্কায়ারের গত মার্চ থেকে কোন যোগাযোগ নেই।

সের্গেই টিকানভস্কি ২০২০ সালের আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেঙ্কোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছিলেন। নির্বাচনের আগে তাকে আটক করা হলে তিখানভস্কায়া প্রতিদ্বন্দ্বিতা করেন। তাকেও ১৫ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights