আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

খুলনায় সুন্দরবন ক্লিনিকে লাখ টাকা জরিমানা

খুলনায় সুন্দরবন ক্লিনিকে লাখ টাকা জরিমানা

মোঃ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।

বুধবার ১২ জুলাই দুপুর ১ টায় র‍্যাব-৬ স্পেশাল কোম্পানীর লেঃ কমান্ডার এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন এর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। খুলনার লবনচরা থানার জিরোপয়েন্ট এলাকায় অনুমোদনবিহীন সুন্দরবন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাব-৬ এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দীর্ঘদিন ধরে অনিয়মের সাথে অনুমোদনহীন সুন্দরবন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে খুলনা জিরো পয়েন্ট এলাকায় সুন্দরবন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় বাগেরহাটের রামপাল এলাকার বাসিন্দা অনুমোদনবিহীন সুন্দরবন ক্লিনিকের মালিক তুষার কান্তি মন্ডল (৪২) কে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ধারা-২৯ মোতাবেক (এক লক্ষ) টাকা অর্থদন্ড এবং সাময়িক সময়ের জন্য ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে। কমান্ডার এম সরোয়ার হোসেন বলেন আমাদের এই অভিযান চলমান থাকবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights