আজ ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সামান্য বৃষ্টিতে খুলনা শহরে হাঁটু পানি, জনসাধারণের দূর্ভোগ।

  • In অনুসন্ধান, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ জুলাই ২০২৩ @ ০৮:০২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ জুলাই ২০২৩@০৮:৩৭ অপরাহ্ণ
সামান্য বৃষ্টিতে খুলনা শহরে হাঁটু পানি, জনসাধারণের দূর্ভোগ।

খুলনা প্রতিনিধি।।

খুলনা সিটি করপোরেশন এলাকার মধ্যে সড়ক আছে ১ হাজার ২১৫টি। এর দুই-তৃতীয়াংশই সামান্য বৃষ্টি হলেই ডুবে যায়। সরেজমিনে গিয়ে দেখা গেলো, খানজাহান আলী সড়ক, কেডিএ এভিনিউ, যশোর রোড ও মজিদ সরণি, শান্তিধাম মোড়, রয়্যাল মোড়, বিআইডিসি রোডের আলমনগরসহ নগরীর বিভিন্ন সড়ক বৃষ্টির পানিতে ডুবে নৌকা চলাচলের অবস্থা তৈরি হয়েছে।

খুলনা দৌলতপুর এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াস বিডি হেডলাইন্স কে বলেন আমার বাড়ির সামনের ১৯ ফুট রাস্তা কিন্তু সড়কের এক পাশে একটি মাত্র ড্রেন তাও মাত্র ১ ফুট প্রস্থ। সামান্য বৃষ্টি হলেই ডুবে যায়। নিয়মিত ড্রেন পরিষ্কার করা এবং আরও বড় করা ছাড়া এই জলাবদ্ধতা নিরসন সম্ভব না।

নগরীর খালিশপুরের নতুন রাস্তার বাসিন্দা জামিল শেখ বলেন, নগরীর অধিকাংশ সংযোগ সড়কে দীর্ঘ সময় পানি জমে থাকে। খালিশপুর হাউজিং পুরাতন ও নতুন কলোনির অপরিকল্পিত রাস্তা ও ড্রেনগুলো বছরের পর বছর সংস্কার ও পরিষ্কার না করায় সামান্য বৃষ্টি হলেই ড্রেনের পানি উপচে বাসিন্দাদের ঘরে প্রবেশ করে।

খুলনা সিটি করপোরেশন সূত্রমতে জানা গেলো, খুলনা শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নামে একটি প্রকল্প একনেকে অনুমোদন হয় ২০১৮ সালের জুলাইয়ে। প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৮২৩ কোটি টাকা। প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু হয় ২০২০ সালের অক্টোবরে। বর্তমানে অধিকাংশ ড্রেনেই কাজ চলছে এবং বাকি গুলো অতিদ্রুত শেষ করার পাশাপাশি নিয়মিত এই ড্রেনগুলো পরিস্কার করার বিষয়ে প্রতিশ্রুতি দেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
Verified by MonsterInsights