চুকনগর প্রতিনিধি সজল সরকার।।
খুলনার চুকনগরে আবারো বেড়েছে যানজট । নিয়ন্ত্রণহীন যানবাহন ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। দিনের পর দিন এই যানজটে কাহিল হয়ে পড়ছে মানুষ। সরেজমিনে দেখা যায় চুকনগর বাসস্ট্যান্ড হতে যতিন-কাশেম সড়ক তিনটি জেলার মোহনা। এছাড়া খুলনার বাইপাস সড়ক হওয়ায় জনগুরুত্বপূর্ণ সড়কটি ছোট হওয়ার কারণে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে প্রচুর বিঘ্ন ঘটছে। দীর্ঘদিন এই সড়কটি প্রশস্তকরনের দাবি ছিল জনসাধারণের।
বিভিন্ন সংবাদপত্রে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় জনগুরুত্ব ব্যাপক। দুই পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। কিন্তু পরবর্তীতে সেই জায়গাটা আর খালি ছিল না। কিছু অস্থায়ী অসচেতন মূলক মানুষ আবার ঘরবাড়ি তৈরি করায় রাস্তা আবার সরু হয়ে গেছে। ফলে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে মালবাহী ট্রাক সহ সকল ধরনের যানবাহন, সাধারণ মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। যানজটে একদিকে গাড়ির কাঁচামাল আটকে যাচ্ছে, অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। রাস্তার পাশে থাকা জায়গা দখল করে রেখেছে দোকানদাররা। এই সড়ক দিয়ে ভোমরা কালিগঞ্জ, সাতক্ষীরা, পাইকগাছা, কপিলমুনে, পণ্যবাহী গাড়ি চুকনগর বাসস্ট্যান্ড যতিন-কাশেম সড়ক দিয়ে চলাচল করে। এছাড়া দৌলতপুর, নওয়াপাড়া,খালিশপুর শিল্প নগরীতে যাতায়াতকারি গাড়ি এ সড়ক ব্যবহার করে। তাছাড়া চুকনগর বাসস্ট্যান্ডে চৌমুহনায় যত্রতত্র নসিমন, করিমন, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল, থ্রি হুইলার এ ব্যস্ততম শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে দাঁড়িয়ে থাকে, যা যানজট সৃষ্টির অন্যতম কারণ।
চুকনগরের গুরুত্বপূর্ণ সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। এ যেন দেখার কেউ নেই। ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকেই। সিংহভাগ ব্যবসায়ী ও সাধারণ মানুষ সড়কটি প্রশস্ত করনের দাবি জানিয়েছেন কিন্তু এই বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ কারো কোন সাড়া পাওয়া যায়নি।