আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মন্ত্রীর সামনে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে বিদায়

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১১ জুলাই ২০২৩ @ ০৫:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ জুলাই ২০২৩@০৬:১৫ অপরাহ্ণ
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মন্ত্রীর সামনে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে বিদায়

শাহজাহান সুমন
স্টাফ রিপোর্টার।।

বেশ কিছুদিন থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের নৌকা প্রতীক চেয়ে আসছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা। আর নৌকার প্রত্যাশী হওয়ায় সমাজকল্যান মন্ত্রীর সামনে বর্ধিত সভায় ওই নেতাকে পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলাপরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটেছে। ওই নেতাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। লাঞ্চিত নজরুল ইসলাম মৃধা টানা দু’বারের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রনেতা। তিনি একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকও।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার ১০ জুলাই বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বর্ধিত সভা শুরু হয়। সভায় অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান আহম্মেদও উপস্থিত ছিলেন।

সভা চলাকালীন হঠাৎ কতিপয় নেতাকর্মী মঞ্চে মন্ত্রীর পেছনে বসে থাকা নজরুল ইসলাম মৃধাকে টেনে হেচরে মারধর দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেয়। এ সময় তুমুল হট্টগোল বাঁধে। পুলিশী হস্তক্ষেপে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে বাহিরে নেওয়া হয়।

লাঞ্চিত আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মৃধা বলেন, আমি নৌকা প্রত্যাশী হয়ে ফেসবুকে স্ট্যাটাস ও পোস্টার সাটিয়ে গণসংযোগ করেছি। এটাই আমার অপরাধ। নৌকার মালিক শেখ হাসিনা। আমি চাইতেই পারি, দেওয়ার মালিক প্রিয় নেত্রী। এ কারণে মন্ত্রীর সামনে এপিএস মিজান আমাকে পিটিয়েছে। বিষয়টি সিনিয়র নেতাদের জানানো হচ্ছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সমাজকল্যান মন্ত্রী ব্যক্তিগত সহকারী কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজান এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, হলরুমে হট্টগোল হয়নি। হলের বাহিরে হতে পারে বলে দাবি করেন

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights