আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভার্চুয়াল জগতে প্রবেশ করলো আজিমপুর কবর স্থান

ভার্চুয়াল জগতে প্রবেশ করলো আজিমপুর কবর স্থান
আজিমপুর কবরস্থান, ছবি- সংগ্রহ

।।নিজেস্ব প্রতিবেদক।।

সোমবার ঢাকায় দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে এক অনুষ্ঠানে জানানো হয়, সফটওয়্যারের মাধ্যমে আজিমপুর কবরস্থানে দাফন করা ব্যক্তিদের তথ্যভাণ্ডার তৈরি করার কাজ চলমান। এখান থেকে দাফন সনদ সংগ্রহ করা যাবে।
সপ্তদশ শতকে সূচনা হওয়া এ কবরস্থানে দাফন হওয়া ব্যক্তিদের তথ্য ডিজিটাল ব্যবস্থাপনায় আনা হচ্ছে। কবরস্থানটিতে ভার্চুয়ালি যেতে gms.dscc.gov.bd এ লিংকে প্রবেশ করতে হবে।

আজিমপুর কবরস্থানে ভার্চুয়ালি প্রবেশ করতে gms.dscc.gov.bd এ লিংকে যেতে হবে।

নগরভবনের শীতলক্ষ্যা হলে ঢাকা দক্ষিণ সিটি আয়োজিত ‘ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনা, স্মার্ট মামলা ব্যবস্থাপনা এবং সম্পত্তি ভাণ্ডার ব্যবস্থাপনা’র উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, “সুশাসিত ঢাকা বিনির্মাণে আমরা আরও একটি ধাপ এগিয়ে গেলাম। আমাদের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের তিনটি বৃহৎ অংশ আজ আমরা ডিজিটাইজ করলাম।

“যে কোনো সিটি করপোরেশন বা সিটি কাউন্সিলের জন্য দাফন সম্পন্ন, অন্তোষ্টিক্রিয়া ইত্যাদি একটি বৃহৎ কার্যক্রম হয়ে থাকে। আমরা দীর্ঘদিন ধরে সে কার্যক্রম করছি। এখন সেটাকে একটি আধুনিক পর্যায়ে এই সফটওয়্যার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights