আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

১৪০ কোটি ডলারের চুক্তিতে সহজ হবে সৌদির তেল আমদানি

  • In শীর্ষ
  • পোস্ট টাইমঃ ১০ জুলাই ২০২৩ @ ১১:০৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ জুলাই ২০২৩@১১:৩১ পূর্বাহ্ণ
১৪০ কোটি ডলারের চুক্তিতে সহজ হবে সৌদির তেল আমদানি

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

চলতি মাস থেকে কার্যকর হচ্ছে সৌদি আরবভিত্তিক ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) সঙ্গে বাংলাদেশের সই হওয়া ১৪০ কোটি ডলারের চুক্তি। গতকাল রবিবার ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে আরব নিউজের খবরে বলা হয়েছে, এই চুক্তির ফলে সৌদি আরব থেকে বাংলাদেশের তেল আমদানি সহজ হবে।

বাংলাদেশে তেল আমদানি ও বাণিজ্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে জেদ্দাভিত্তিক আইটিএফসির চুক্তি সই হয়েছে। সৌদি বন্দরনগরীতে এক বাংলাদেশি প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরের সময় চুক্তিটি সই হয়েছে।

বিপিসির ফাইন্যান্স পরিচালক কাজী মোহাম্মদ মোজাম্মেল হক আরব নিউজকে বলেন, ‘এই অর্থায়ন চুক্তির আওতায় আমরা ১৪০ কোটি ডলার ঋণ নিচ্ছি, মূলত ক্রুড অয়েল আমদানির জন্য।’ আইটিএফসির সঙ্গে আগেও এই ধরনের চুক্তি রয়েছে বলে জানান তিনি। সাম্প্রতিক চুক্তিটির মেয়াদ জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪ পর্যন্ত। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের সদস্য আইটিএফসি। ওই গ্রুপটি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা।

বাংলাদেশ প্রতি মাসে প্রায় এক লাখ টন ক্রুড অয়েল আমদানি করে। মূলত সৌদি আরামকো এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) থেকে এই অপরিশোধিত তেল আমদানি করা হয়। উভয় প্রতিষ্ঠানের সঙ্গেই আইটিএফসির সম্পর্ক রয়েছে বলে জানান মোজাম্মেল হক। তিনি বলেন, আমাদের জন্য স্বস্তির এই কারণে যে সৌদি আরামকো এবং এডিএনওসি এই ঋণদাতার ওপর নির্ভর করে। সেকারণে আমাদের অপরিশোধিত তেল আমদানি আরও সহজ হবে।

২০০৮ সালের পর থেকে বাংলাদেশকে এক হাজার ছয়শ কোটি ডলারের বেশি ঋণ দিয়েছে আইটিএফসি। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, সদস্য দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি হিসেবে এসব ঋণ দেয়া হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights