আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

একদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

একদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

।।রফিক প্লাবন, দিনাজপুর।।

গতকাল শনিবার ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের জন্য এক দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আজ পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো এই চেকপোস্ট দিয়ে। আজ রোববার সকাল সাড়ে ১১ টায় বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল শনিবার ভারতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ভারত হিলি এক্সপোর্ট এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়শেন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক শনিবার (৮ জুলাই) হিলি দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিলো। আজ রোববার (৯ জুলাই) থেকে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি চালু হয়েছে।

হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, ভারতের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারি যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights