আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রাজধানীতে হালকা বৃষ্টিসহ দমকা হাওয়ার সম্ভবনা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ জুলাই ২০২৩ @ ১১:৩২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ জুলাই ২০২৩@১১:৩২ পূর্বাহ্ণ
রাজধানীতে হালকা বৃষ্টিসহ দমকা হাওয়ার সম্ভবনা

।নিজস্ব প্রতিবদক।।

রাজধানী ঢাকাতে আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে বজ্র-বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।

আজ রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ড. আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন- হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। তিনি আরো বলেন, আজ সকাল ৯ টা পর্যন্ত ৩ ঘণ্টায় কুমিল্লা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলে সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ ও অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির তীব্রতা কম থাকবে। বর্যার শেষ বৃষ্টি প্রকৃতির নিয়মে হচ্ছে। বিচলিত হবার কারণ নেই।

আজ সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০থেকে ১৫কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণতঃ অপরিবর্তিত থাকতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮দশমিক ২ডিগ্রি সেলসিয়াস।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights