আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু

  • In জাতীয়, ধর্ম
  • পোস্ট টাইমঃ ২ জুলাই ২০২৩ @ ১১:৫৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ জুলাই ২০২৩@১১:৫৫ পূর্বাহ্ণ
আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু

।।নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশ থেকে যাওয়া প্রায় সোয়া লাখ হাজির ফিরতি ফ্লাইট আজ শুরু হচ্ছে। আজ রোববার রাতে সৌদি আরবের মদিনা ‘মনোয়ারা বিমানবন্দর’ থেকে বাংলাদেশ বিমানের একটি ফিরতি ফ্লাইট ৪১৯জন হাজি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে। সোমবার (৩জুলাই) ভোরে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সরকারি ব্যবস্থাপনায় যেসব হাজি হজ করতে গিয়েছিলেন তাদের মধ্যে থেকে ৪১৯জন হাজিকে নিয়ে প্রথম ফ্লাইট রোববার রাতে রওনা করবে। সোমবার ভোর ৬ টা ৫ মিনিটে হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে। সকল ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২রা আগস্ট।

জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১লাখ ২২হাজার ৮৮৪জন সৌদি আরবে গেছেন। এসব হজযাত্রীকে বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয়েছে ৩২৫ টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯ টি ফ্লাইটে ৬১হাজার ১৮০জন, সৌদি এয়ারলাইন্স ১১৩ টি ফ্লাইটে ৪১হাজার ৪৬৮জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩ টি ফ্লাইটে ২০হাজার ২৩৬জন হজযাত্রী বহন করেছে। হজের সকল আনুষ্ঠানিকতা শেষে আজ তাদের ফেরার পালা। যা আজ রাত থেকেই শুরু হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights