আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮জুলাই) দুপুর ১২টায় লোহাগড়া থানা পুলিশের আয়োজনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে ও এস আই মামুনের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।

এ সময় আরো বক্তব্যে রাখেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, নড়াইল জেলার ডিআইও প্রধান মোঃ শরীফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জহিরুল ইসলাম আক্কেল, নজরুল ইসলাম বাদশা, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দীন, লোহাগড়া উপজেলা আঃলীগের সাংগঠনিক সস্পাদক শেখ মাসুদুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আঃলীগের সভাপতি ওয়াহিদুর রহমান সরদার, নবগঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমজাদ আলী, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ সাহা, দিঘলিয়া বাজার জামে মজজিদের ঈমাম সুলতান মাহামুদ, দিঘলিয়া বাজার বণিক সমিতির নেতা আলী আজমসহ প্রমুখ।

সভায় পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের ধারাবাহীকতা যাতে ব্যহত না হয় সেই লক্ষ্য সাম্প্রদায়য়িক সম্প্রীতি বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এলাকার সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন কোন মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করবেন না। পুলিশ জনগণের পাশে থেকে আপনাদেরকে সব সময় সহযোগিতা করবে। তথ্য প্রযুক্তির যুগে ঘরে বসে অনলাইনের মাধ্যমে পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন, পুলিশ ক্লিয়ারেন্স এর বিষয়ে কোন কতৃপক্ষকে ঘুষ দেওয়া ছাড়াই ৭২ ঘন্টার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। পুলিশ জনগণের বন্ধু, কোন প্রকার দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করার কথা তিনি উল্লেখ করেন। কোন প্রকার ঘুষ-লেনদেনের সাথে পুলিশের লোকজন জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন এবং এর সাথে যারা জড়িত থাকবে তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights