আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামে আ.লীগ নেতার মরিচ গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা

  • In কৃষি, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৮ জুলাই ২০২৩ @ ০৩:৪৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুলাই ২০২৩@০৩:৪৪ অপরাহ্ণ
নন্দীগ্রামে আ.লীগ নেতার মরিচ গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা

।।নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় রাতের আঁধারে এক আওয়ামী লীগ নেতার প্রায় এক হাজার মরিচের গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দেড়লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভূক্তভোগী চাষি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার নামুইট মহল্লার দক্ষিণপাড়া মাঠে ১০ কাঠা জমির মরিচের গাছ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শুক্রবার রাত ৯টায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী চাষি আব্দুল মান্নান। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

নামুইট মহল্লার ওই চাষি বলেন, গত মার্চ মাসে তিনি ১০ কাঠা জমিতে ২৩০০টি মরিচ গাছের চারা রোপণ করেছেন। গাছে মরিচ ধরেছিলো, বিক্রিও শুরু করেছেন। সেই মরিচ ক্ষেতে রাতের আধাঁরে তান্ডব চালিয়েছে একদল দুর্বৃত্ত। প্রায় দেড়লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষি বলেন- কে-বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, নামুইট মহল্লায় তার রাজনৈতিক মতবিরোধ রয়েছে। প্রতিপক্ষরা এই ঘটনায় জড়িত থাকতে পারে। কিন্তু গাছের সঙ্গে শত্রুতা কেন? বাগানের গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি। স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরধরে এই ঘটনা ঘটতে পারে। ওই আওয়ামীলীগ নেতা ৪ বছর ধরে মরিচের চাষ করছেন। এবারো চারা রোপণ করে চাষাবাদ করছিলেন। হঠাতই অজ্ঞাত ব্যক্তিরা রাতের আঁধারে মরিচ ধরা গাছগুলো উপড়ে ফেলেছে।

এ ব্যাপারে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আদনান বাবু বলেন, ঘটনাটি শুনেছি, বিষয়টি অমানবিক। ক্ষতিগ্রস্ত মরিচের জমি পরিদর্শন করে চাষিকে প্রণোদনা দিয়ে সহযোগিতা করবে কৃষি বিভাগ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights