আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এবারের ঈদে ১৫ দিনে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৬৯

  • In অনুসন্ধান, জাতীয়
  • পোস্ট টাইমঃ ৮ জুলাই ২০২৩ @ ০১:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুলাই ২০২৩@০৫:১৬ অপরাহ্ণ
এবারের ঈদে ১৫ দিনে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৬৯

।।নিজস্ব প্রতিবেদক।।


এবারের ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে যাতায়াতে সড়ক ও মহাসড়কে ২৭৭ টি দুর্ঘটনায় ২৯৯জন নিহত ও ৫৪৪জন আহত হয়েছেন। আজ শনিবার এ তথ্য জানিয়েছে ‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’।

সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান- সড়ক, রেল ও নৌ পথে সম্মিলিতভাবে ৩১২টি দুর্ঘটনায় ৩৪০জন নিহত ও ৫৬৯জন আহত হয়েছেন। ঈদযাত্রা শুরুর দিন ২২জুন থেকে ৬জুলাই পর্যন্ত ১৫দিনের তথ্যের ওপর ভিত্তি করে তারা ‘ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ ২০২৩ ‘প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, এবারের ঈদে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াসহ নানা কারণে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০থেকে ৩৫শতাংশ মানুষের কম যাতায়াত হয়েছে। ঈদযাত্রায় মোট যাতায়াতের প্রায় ৮শতাংশ মোটরসাইকেলে হয়েছে। কিছু কিছু সড়কের অবস্থা ভালো হওয়ায় এসব রুটে ভোগান্তি কমার পাশাপাশি ২০২২সালের ঈদুল আজহার তুলনায় সড়ক দুর্ঘটনা ১৫দশমিক ১৬শতাংশ, প্রাণহানি ৩৩দশমিক ১১শতাংশ ও আহত ৪২দশমিক ২৭শতাংশ কমেছে। তবে, পরিকল্পনার গলদে উত্তরাঞ্চলের পথে যানজটের ভোগান্তির পাশাপাশি কিছু কিছু রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য হলেও কর্তৃপক্ষ বরাবরের মতো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

ঈদযাত্রার ১৫দিনে রেলপথে ২৫ টি দুর্ঘটনায় ২৫জন নিহত ও ১০জন আহত, নৌ-পথে ১০ টি দুর্ঘটনায় ১৬জন নিহত, ১৫জন আহত ও ৬জন নিখোঁজ হয়েছেনম প্রতিবেদনে বলা হয়েছে। সংগঠিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা গেছে, মোট যানবাহনের ২২দশমিক ৩৭শতাংশ মোটরসাইকেল; ২৩দশমিক ০৫শতাংশ ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান বা লরি; ১৭দশমিক ৫৭শতাংশ ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, ভ্যান বা সাইকেল; ১৫দশমিক ৭৫শতাংশ বাস; ১০দশমিক ২৭শতাংশ কার ও মাইক্রো বা জিপ; ৫দশমিক ৪৭শতাংশ নছিমন, করিমন, ট্রাক্টর, লেগুনা বা মাহিন্দ্রা এবং ৪দশমিক ৫৬শতাংশ সিএনজিচালিত অটোরিকশা।

প্রতিবেদন আরও বলা হয়েছে- বিগত বেশ কয়েক বছর ধরে দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেলের অবস্থান থাকলেও এবারের পর্যবেক্ষণে দেখা গেছে, পশুবাহী যানবাহনের ব্যাপক চলাচল ও ঈদযাত্রায় নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক, পিকআপ বা কাভার্ডভ্যানের অবাধ চলাচলের কারণে এবার দুর্ঘটনার শীর্ষে রয়েছে ট্রাক, পিকআপ বা কাভার্ডভ্যান। এবারের ঈদে ৮৮ টি ট্রাক, পিকআপ বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৯৩জন নিহত ও ১৯৩জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩১দশমিক ৭৬শতাংশ। এবার ৯১ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯৪জন নিহত ও ৭৭জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩২দশমিক ৮৫শতাংশ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights