আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আইএমএফের সহায়তায় উন্নত হবে বন্ড মার্কেট

আইএমএফের সহায়তায় উন্নত হবে বন্ড মার্কেট

।।নিজস্ব প্রতিবেদক।।

বড় ঋণের ব্যাংক নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারে অর্থের জোগান ‍বাড়া‌তে বন্ড মার্কেট উন্নয়ন কাজ কর‌ছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষে‌ত্রে কা‌রিগ‌রি সহায়তা কর‌ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ -এর বৈঠক শেষে এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক। তিনি ব‌লেন, বন্ড মার্কেটের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডিজের কাজ চলছে। বন্ড ইস্যু, বন্ড সেটেলমেন্ট সংশ্লিষ্ট সবার সঙ্গে লোকাল কারেন্সি ও বন্ড মার্কেট নিয়ে আলোচনা করছে আইএমএফ।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, দেশে দীর্ঘমেয়াদি ‍ঋণ এখনও ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে তা পুঁজিবাজার থেকে বন্ডের মাধ্যমে নি‌য়ে থা‌কে। তাই পুঁজিবাজারে অর্থের জোগান ‍বাড়া‌নো ও বন্ড মা‌র্কেট শক্তিশালী কর‌তে কাজ করছে আইএমএফের টেকনিক্যাল টিম।

সরকারের বিভিন্ন দপ্তরকে কারিগরি সহায়তা দেওয়ার অংশ হিসেবে আইএমএফ -এর একটি মিশন এখন ঢাকায়। মিশনের আওতায় পাঁচ সদস্যের একটি দল গত বুধবার থেকে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক শুরু করেছে। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল স্থানীয় মুদ্রায় বন্ড বাজারের উন্নয়ন। দলটির ১২ দিনের সফরের শেষ বৈঠক হবে ১৭ জুলাই।

এর আগে বুধবার সচিবালয়ে প্রতিনিধিদলটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন অর্থ বিভাগ, বিএসইসি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে গুরুত্ব পায় ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কিত বন্ড, স্থানীয় মুদ্রায় বন্ড বাজার উন্নয়ন, মধ্যমেয়াদি রাজস্ব কাঠামো, অভ্যন্তরীণ সঞ্চয়, সামাজিক নিরাপত্তা, নগদ ও ঋণ ব্যবস্থাপনায় ইআরডি, এনবিআর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বয়ের বিষয়। সরকারের বিভিন্ন দপ্তরকে কারিগরি সহায়তা দেওয়ার অংশ হিসেবে ১২ দিনের বাংলাদেশ সফরে এসেছে দলটি। আগামী ১৭ জুলাই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights