আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দ. আফ্রিকায় গ্যাস নিঃসরণে ১৬ জনের মৃত্যু

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৬ জুলাই ২০২৩ @ ১১:৫৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ জুলাই ২০২৩@১১:৫৮ পূর্বাহ্ণ
দ. আফ্রিকায় গ্যাস নিঃসরণে ১৬ জনের মৃত্যু

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

সন্দেহভাজন নাইট্রেট অক্সাইড গ্যাস নিঃসরণে দক্ষিণ আফ্রিকায় অন্তত ১৬ জনের মৃত্যুর খবর দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। জোহানেসবার্গের পূর্বে বুকসবার্গ এলাকার একটি অনানুষ্ঠানিক স্থাপনায় গ্যাস আক্রান্ত হয়ে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

বুধবারের ওই গ্যাস নিৎসরণের সঙ্গে স্বর্ণ খনির অবৈধ কার্যক্রমের সংযোগ রয়েছে। খনিতে অবৈধ কর্মকাণ্ড পরিচালনাকারীরা প্রায়ই নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করে। স্থানীয়ভাবে জামা জামাস নামে পরিচিত এই গ্যাস। স্বর্ণ খনি থেকে অবৈধভাবে সংগ্রহ করা মাটি থেকে স্বর্ণ বের করতে এই গ্যাস ব্যবহার হয়।

বুকসবার্গের যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে একটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। ঘটনাস্থলেরিএকশ মিটারের মধ্যে সবার মরদেহ পাওয়া গেছে। আর কাউকে হাসপাতালে নিতে হয়নি বলে জানান উদ্ধারকারীরা।

মাত্র ছয় মাস আগে ক্রিসমাসের আগের সন্ধ্যায় ওই শহরেই একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে ৪১ জনের প্রাণহানি ঘটে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights