আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানিতে কমেছে দাম

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানিতে কমেছে দাম

রফিক প্লাবন
দিনাজপুর।।

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় কাঁচামরিচ আমদানী শুরু হয়েছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দেশীয় কাঁচা মরিচ কেজিতে দাম কমেছে ৪০ টাকা। আজ বুধবার সকালে ভারতীয় ৪টি ট্রাকে সাড়ে ৩২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। প্রতিকেজি কাঁচা মরিচের শুল্ক দিতে হচ্ছে ৩৫ টাকা। এদিকে আমদানির খবর ছড়িয়ে পড়ায় হিলি বন্দরে আসতে শুরু করেছে পাইকাররা।

হিলি বাজারে কাঁচামালের দোকানগুলোতে কাঁচা মরিচ সরববাহ কম থাকলেও দেশীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে। যা গতকাল মঙ্গলবার খুচরা বাজারে বিক্রি হয়েছে ৩২০ টাকা কেজি দরে। এর চার দিন আগে সেই কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা বলছেন, দেশে কাঁচা মরিচের আবাদ নষ্ট হয়ে যাওয়ার কারনে বাজারে সরবরাহ কমে যায়। ফলে দামও বৃদ্ধি পায়। কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আবারো কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়লে দাম কমে আসবে। হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক প্রতিষ্ঠান সততা বানিজ্যলয়ের স্বত্বাধিকারী জানান, কাঁচা মরিচগুলো নিজ চালানে ঢাকায় নিয়ে যাচ্ছি।

কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, কাঁচা পণ্য সকালে বাড়ে বিকেলে কমে। আমরা বেশি দামে কিনলেই বেশি বিক্রি করি, আবার কম দামে কিনলে কম দামেই বিক্রি করে থাকি। সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কম হয়। এখন সরবরাহ কমে গেছে তাই দাম বাড়ছে। তিনি আরও বলেন, আজ ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ভারতীয় কাঁচা মরিচ হিলি বাজারে সরবরাহ বৃদ্ধি পেলে দাম আরও কমে আসবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights