আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দিনাজপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ৫ জুলাই ২০২৩ @ ০২:১১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ জুলাই ২০২৩@০২:১১ অপরাহ্ণ
দিনাজপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

রফিক প্লাবন
দিনাজপুর।।

দিনাজপুর জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২২। এতে অংশগ্রহণ করেছে জেলার ৮টি কলেজ। দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ বুধবার সাড়ে সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মমিনুল করিম। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। খেলাধুলার মাধ্যমে সমাজের যত খারাপ কিছু আছে সেগুলো ভুলে গিয়ে দেশপ্রেমে উজ্জ্বীবিত থাকতে হবে। আমরা দেশকে ভালবাসি এবং দেশকে নিয়ে স্বপ্ন দেখি। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটি আমাদের উপহার দিয়েছেন। তাঁর নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের প্রিয় মাতৃভুমি এই বাংলাদেশ। তাই আমরা যেন আমাদের চিন্তা-চেতনায় দেশকে নিয়ে ভাবি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এ জন্যই কিন্তু বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সংযোজন।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মমিনুল করিম খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি। তোমরা হবে সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট ফুটবলার। মনে রাখবে, তোমাদের জ্ঞানী, বিনয়ী, মার্জিত ও ভদ্র হতে হবে। খেলায় দুই ভাবে বিজয় ছিনিয়ে আনা যায়। একটি গোল করে, আরেক তোমার ব্যবহার, আচরণ ও কথা দিয়ে। হেরে গেলেও প্রতিপক্ষ দল যাতে তোমাদের প্রশংসা করে সেই ভাবে নিজেকে তৈরি করতে হবে।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হলুদ জার্সি পরিহিত কাদের বক্স মেমোরিয়াল কলেজ বনাম লাল জার্সি পরিহিত চেহেলগাজী মহাবিদ্যালয়। খেলায় ৫-১ গোলে কাদের বক্স মেমোরিয়াল কলেজ জয়ী হয়। আজ বিকাল ৪ টায় মুখোমুখি হবে আদর্শ মহাবিদ্যালয় বনাম পাঁচবাড়ী মখলেসুর রহমান মহাবিদ্যালয়।

খেলা পরিচালনায় ছিলেন রেফারি মো. ওবায়দুর রহমান, সহকারি রেফারি সুজিত ও বিপ্লব এবং ৪র্থ রেফারি ছিলেন মোতাহারুল ইসলাম। ধারা বর্ণনায় ছিলেন মো. রফিক। খেলার শুরুর পুর্বে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এর বড় বোন যুথিকা মজুমদার পরলোকগমন করায় তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিটি নিরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীরমুক্তিযোদ্ধা লোকমান হাকিম ও সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুণ, মো. আনারুল ইসলাম, মো. রজমান আলীসহ কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীকাল ৬ জুলাই সকাল ১০ টায় মুখোমুখি হবে ফাসিলাডাঙ্গা কলেজ বনাম দিনাজপুর সরকারি কলেজ এবং বিকাল ৪টায় মুখোমুখি হবে শংকরপুর মহাবিদ্যালয় বনাম গাওসুল আযম কলেজ। আগামী ৭ জুলাই সকালে এবং বিকালে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৮ জুলাই বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে টুর্ণামেন্টের ফাইনাল খেলা। সকল খেলা দিনাজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ (পিপিএম)।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights