আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দু`টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৪ জুলাই ২০২৩ @ ০১:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুলাই ২০২৩@০১:৫২ অপরাহ্ণ
দু`টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার

।।আন্তর্জাতিক প্রতিবেদক।।

রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার মস্কো অঞ্চলে দু’টি ড্রোন ভূপাতিত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জরুরি পরিষেবাগুলো সংবাদ সংস্থা তাস’কে জানায়- নিউ মস্কো অঞ্চলে ‘ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের মাধ্যমে দু’টি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে।

‘তাস’ আরো জানায় রাজধানী থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে কালুগা অঞ্চলে তৃতীয় একটি ড্রোনকে ‘গুলি করে নামানো হয়েছে। তাস জানায়- প্রাথমিক প্রতিবেদন অনুসারে, তিনটি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল। সংস্থাটির সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, তিনটি ড্রোনই ফিক্সড উইং। এতে আরো বলা হয়, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা আরআইএ নভোস্তিও জানিয়েছে- নিউ মস্কোর ভ্যালুয়েভো গ্রামের কাছে দু’টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলো একটি খোলা মাঠে পড়েছিল এবং এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে ড্রোনের উড্ডয়ন স্থলের নাম উল্লেখ করা হয়নি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights