আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কুমিল্লার শহীদনগর-চরগোয়ালী রাস্তা যেন মরন ফাঁদ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ জুলাই ২০২৩ @ ০৩:২৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ জুলাই ২০২৩@০৩:২৯ অপরাহ্ণ
কুমিল্লার শহীদনগর-চরগোয়ালী রাস্তা যেন মরন ফাঁদ

।।নিজস্ব প্রতিবেদক।।

শহীদনগর থেকে চরগোয়ালি চলাচলের একমাত্র রাস্তাটি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থেকে অবশেষে বিভিষিকাময় মরন ফাঁদে পরিণত হয়েছে। শহিদনগর থেকে সুন্দরপুর স্কুল এর ছাত্র-ছাত্রীরা ভয়ে ঠিকমতো স্কুলে যাতায়াত করতে পারেনা বলে জানা যায়। তাছাড়া জুরানপুর, কলেজ চর, গোয়ালি স্কুল, হামিদ্দি মাদ্রাসা ও অন্যান্য এলাকার ছাত্র-ছাত্রীরা নানান অঘটনের কারণে সময় মতো স্কুলে পৌঁছাতে পারেনা বলে নানান অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সুন্দরপুর ইউনিয়নের রাস্তাটি বহুদিন যাবত অবহেলিত অবস্থায় পরে আছে। বর্তমানে ভয়ংকর ও বিপদজনক অবস্থায় অনাকাঙ্ক্ষিত ভীতিকর- মরন দশার হাতছানি দিচ্ছে। প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার কবলে পরছে। যেন দেখার জন্য কেউই নেই।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উক্ত রাস্তার জন্য আবেদন করা হয় এলাকাবাসীর পক্ষ থেকে। সংশ্লিষ্ট সংসদ সদস্যের (সুবোধ আলীবৈয়া, এমপি) কাছে দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি নির্মাণ করার জন্য এলাকাবাসী আশাবাদ ব্যাক্ত করেছেন ।

সরেজমিনে দেখা গেছে, শহীদনগর থেকে চরগোয়ালী কয়েক হাজার সাধারণ জনগণ চলাচল করেন। কয়েক শত সিএনজি এই লাইনে চলাফেরা করে। সিএনজি চালকরা জানিয়েছেন, রাস্তাটা দ্রুত ভাবে সংস্করণ করা অতি জরুরি প্রয়োজন। আমাদের খুবই সমস্যা ও ভয় হচ্ছে যাত্রী নিয়ে যেতে। মাঝেমধ্যে রাস্তায় গর্তও হয়ে যাচ্ছে। বৃষ্টি আসলে সিএনজি,অটো রিক্সা উল্টিয়ে দুর্ঘটনা এবং হাসপাতালে ভর্তি নতুন কোন বিষয় না।

এই সংবাদ প্রকাশ ও প্রচারের মাধ্যমে উক্ত বিষয়ে সুষ্ঠু সমাধানের নিমিত্তে স্থানীয় সচেতন ও প্রভাবশালী মহল সহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights