আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দিনাজপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ‘ফেন্সি আনারুল’ মাদকসহ গ্রেফতার

দিনাজপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ‘ফেন্সি আনারুল’ মাদকসহ গ্রেফতার
ছবি- বিডিহেডলাইন্স

রফিক প্লাবন
দিনাজপুর।।

দিনাজপুরে গোপন অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সি আনারুল (২২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে ৫৫২ বোতল ফেন্সিগ্রিল, ২৫ বোতল ফেন্সিডিল এবং ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

সোমবার (৩ জুলাই) র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন স্কুলপাড়া ঘুঘুডাঙ্গা গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে।

সিপিসি-১ এর সিনিয়র সহকারী পরিচালক জানান, র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ জুলাই ২০২৩) দিবাগত রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নের অর্ন্তগত স্কুলপাড়া ঘুঘুডাঙ্গা এলাকায় মৃত সাকের মোহাম্মদ এর ছেলে মোঃ মাহাবুর রহমান (৩৫) এর ইটের তৈরী টিনের ছাউনির অব্যবহৃত বসত বাড়ি হতে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম দিনাজপুরের মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম। সে পরিত্যক্ত বা অব্যবহৃত বাসাবাড়িকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের চোখের আড়ালে অবৈধ মাদকদ্রব্য সমূহ মজুদ করে ব্যবসা করে আসছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সি আনারুল পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল, ফেন্সিগ্রিলসহ বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights