।।নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর সদরঘাটে ময়ূরপঙ্খী-৭ নামে একটি লঞ্চে আজ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানান- লালকুঠি ঘাটের ২২নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল ময়ূরপঙ্খী-৭ লঞ্চটি। হঠাৎ আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়ে লঞ্চের যাত্রীরা। থবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট প্রথমে কাজ শুরু করলে পরবর্তীতে আরো ১৩টি ইউনিট এসে যোগ দেয় তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।