আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ওয়াগনার যোদ্ধারা এখন ইউক্রেনেঃ ভলোদিমিরি জেলেনস্কি

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৯ জুন ২০২৩ @ ১০:১৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ জুন ২০২৩@১০:১৮ অপরাহ্ণ
ওয়াগনার যোদ্ধারা এখন ইউক্রেনেঃ ভলোদিমিরি জেলেনস্কি
ছবি- ফাইল ছবি

।।আন্তর্জাতিক প্রতিবেদক।।

ওয়াগনার বাহিনীর যোদ্ধারা এখনও ইউক্রেনে অবস্থান করছে। গতকাল সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল- ওয়াগনার যোদ্ধারা এখনও ইউক্রেনে যুদ্ধ করছে।

রাশিয়ার সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে গত শনিবার বিদ্রোহ করে ওয়াগনার গ্রুপ। এই বিদ্রোহ ব্যর্থ হলে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোজিনের সঙ্গে ক্রেমলিনের চুক্তি হয়। এই চুক্তি অনুসারে তিনি বেলারুশে গেছেন।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়- ওয়াগনার সেনাদের সামনে তিনটি পথ খোলা রয়েছে। তারা চাইলে ঘরে ফিরে যেতে পারবে বা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করে যুদ্ধ চালিয়ে যেতে পারবে অথবা বেলারুশ চলে যেতে পারবে। মঙ্গলবার ওয়াগনার সেনাদের কাছে থাকা ভারী সমরাস্ত্র সমর্পন করারও নির্দেশনা দেয় ক্রেমলিন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানান- এখনও ভাড়াটে যোদ্ধারা ইউক্রেনে অবস্থান করছেন। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্যাট্রিক রাইডার বলেন- তারা (ওয়াগনার) যুদ্ধে অংশ নেবেন কি নেবেন না, এই বিষয়ে আমি কোনো অনুমান করছি না।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights