আজ ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৫শে জিলকদ, ১৪৪৫ হিজরি

ডোমারে সমাজসেবার আওতাধীন রোগীদের মাঝে চেক বিতরণ

ডোমারে সমাজসেবার আওতাধীন রোগীদের মাঝে চেক বিতরণ
ছবি- বিডিহেডলাইন্স

মোসাদ্দেকুর রহমান সাজু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।

নীলফামারীর ডোমারে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকার রোগীদের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ জুন দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে চিকিৎসা সেবা প্রদানের চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মাবুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে ক্যান্সাার রোগী ১৮ জন, লিভার সিরোসিস রোগী ০৪ জন, প্যারালাইসিস রোগী ০৮ জন, জন্মগত হৃদরোগ রোগী ০২ জন, থ্যালাসেমিয়া রোগী ০২ জনসহ মোট ৩৪ জন রোগীদের প্রত্যেককে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সর্বমোট ১৭ লক্ষ টাকা ৩৪ জন রোগীর মাঝে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights