আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ

সুদীপ্ত মিস্ত্রী
পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় ২০২-২৩ অর্থ বছরে খরিপ-২/ ২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে দেশী জাতের নারিকেলের চারা ও হাইব্রীড ধান বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলায় ৯ শত জন কৃষকের মাঝে ৫ টা করে মোট সাড়ে চার হাজার নারকেলের চারা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুল হুদা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিনের সঞ্চালনায় বক্তৃতা করেন- কাউন্সিলর আসমা আহম্মেদ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, উপ-সহকারী কৃষি অফিসার মিল্টন রায়, আঃ কালাম আজাদ, সরোজ উদ্দিন মোড়ল, দেবদাস রায়, মোঃ এনামুল হক, ইয়াছিন আলী খান, মোঃ মফিজুর রহমান, মোঃ আফজাল হুসাইন, সাংবাদিক শাহরিয়ার রহমান, মাজহারুল ইসলাম মিথুন। এছাড়া উপকারী ভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights