আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

‘আরডিআরএস’ এর কৈশোর কর্মসূচির  কর্মশালা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ২৫ জুন ২০২৩ @ ০৬:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ জুন ২০২৩@০৬:০০ অপরাহ্ণ
‘আরডিআরএস’ এর কৈশোর কর্মসূচির  কর্মশালা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 
ছবি- বিডিহেডলাইন্স

।।স্টাফ রিপোর্টার।।

আরডিআরএস বাংলাদেশ কতৃক অনুষ্ঠিত হলো কৈশোর কর্মসূচি উপজেলা পর্যায়ের সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মকান্ড নিয়ে কিশোর কিশোরীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রচনা এবং সংগীত প্রতিযোগিতা মাধ্যমে কিশোর কিশোরীদের সাংস্কৃতিক মনোভাব জাগ্রত করার মধ্যে দিয়ে এবং সবশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মশালা সম্পূর্ণ করা হয়। প্রায় ১০০ জন উপজেলা পর্যায়ে কিশোর কিশোরী রচনা ও সংগীত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিচারক প্যানেলের সাহায্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়  বিজয়ী কিশোর কিশোরী নির্বাচন করে সম্মাননা পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করে।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনীল কুমার সূত্রধর সহকারী অধ্যাপক আদিতমারী সরকারি কলেজ, মোঃ কামরুল ইসলাম কাজল অধ্যক্ষ কুমড়ীরহাট স্কুল এ্যান্ড কলেজ, নজরুল ইসলাম মৃধা সহকারী প্রধান শিক্ষক হরিদাস উচ্চ বিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের রুজিনা বেগম রিজোনাল ম্যানেজার আরডিআরএস লালমনিরহাট শাখা, এমএ রাশেদ এরিয়া ম্যানেজার, আরডিআরএস আদিতমারী শামীমা আক্তার সুমি, উপজেলা প্রোগ্রাম অফিসার  আরডিআরএস আদিতমারী।

এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত যুব সংগঠক মোঃ জামাল হোসেনসহ অন্যান্য সকল যুব স্বেচ্ছাসেবকবৃন্দ। সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের আওতায় সামাজিক সচেতনতা ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন হইতে ৩ জন করে মোট ২৪ জনকে শ্রেষ্ঠ সমাজকর্মী পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। ২৪ জন কিশোর কিশোরী, সেরা সমাজ কর্মী অ্যাওয়ার্ড পায় আরডিআরএস বাংলাদেশ কতৃক এবং রচনা ও সংগীতে ১২ জন কিশোর কিশোরী পুরষ্কার পায়।

পুরস্কার বিতরণ শেষে অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং কিশোর কিশোরীদের আহবান জানান উন্নয়নশীল সমাজকর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হতে। সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে কিশোর অপরাধ সহ মাদকাসক্তি ইত্যাদি থেকে নিজেদের বিরত থাকার উৎসাহ প্রদান করেন। সেসময় কিশোর কিশোরীদের মাঝে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায়। তাদের মধ্যে কারো কারো সঙ্গে কথা বলে জানা যায়, আমরা আনন্দিত, এতো সুন্দর প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করায়। আমরা চাই আমাদের নিয়ে আরডিআরএস আরো ভালো ভালো কার্যক্রম পরিচালনা করুক। আমরা সবাই সেগুলোতে ওতপ্রোতভাবে অংশগ্রহণ করবো।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights