আজ ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পাইকগাছায় রংধনু ক্লিনিক বন্ধের নির্দেশনা

পাইকগাছায় রংধনু ক্লিনিক বন্ধের নির্দেশনা

সুদীপ্ত মিস্ত্রী
পাইকগাছা প্রতিনিধি।।

খুলনা জেলার পাইকগাছা উপজেলা সদরের রংধনু ক্লিনিক ও রাসেল ক্লিনিক শুক্রবার দুপুর ১টার দিকে আকস্মিক পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার। পরিদর্শনকালে রংধনু ক্লিনিকে ডিউটিরত ডাক্তার ও সিস্টারের অনুপস্থিতি ও তাদের ডিউটি রোষ্টার না থাকা, ভর্তি রোগীকে এ্যানেসথেশিয়া ডাক্তার ছাড়া অপারেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ সন্তোষজনক না হওয়ায় ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা।

অন্যদিকে, রাসেল ক্লিনিকের প্যাথলজী বিভাগের কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে না পারায় প্যাথলজী বিভাগ বন্ধ রাখার নির্দেশ দেন। আগামীকাল প্যাথলজী বিভাগের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশনা দেন।

হঠাৎ এরকম পরিদর্শন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যথাযথ ব্যবস্থা প্রদান করলে চিকিৎসার মান উন্নত হবে বলে মনে করছেন বিজ্ঞ মহল।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights