আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চীনে কয়লা খনি ধসে নিহত-৫৩

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২২ জুন ২০২৩ @ ০১:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুন ২০২৩@০১:৩৩ অপরাহ্ণ
চীনে কয়লা খনি ধসে নিহত-৫৩

।।আন্তর্জাতিক ডেস্ক।।

চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় ফেব্রুয়ারিতে একটি কয়লা খনির আংশিক ধসে পড়ার ঘটনায় দেশটি ৫৩জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, দুর্গম আলক্সা লিগের উন্মুক্ত এ কয়লা খনিতে ধসের ওই ঘটনায় অনেক মানুষ নিখোঁজ হয়েছিল। এ দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ধ্বংসস্তুপের ভিতর থেকে ছয়জনকে জীবিত ও ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করলেও কর্তৃপক্ষ কয়েকমাস ধরে এ ব্যাপারে আর কোন তথ্য জানায়নি।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র ‘সিসিটিভি’ বুধবার জানায়- সেখানে খনি ধসের পর নিখোঁজ হিসেবে দেখানো ৪৭জনের বেঁচে থাকার জোরালো কোন লক্ষণ নেই বলে নিশ্চিত করা হয়েছে। আঞ্চলিক জরুরি সংস্থার উদ্ধৃতি দিয়ে এ কথা জানানো হয়।

‘সিসিটিভি’ পরিবেশিত খবরে বলা হয়, সেখানে অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ করা হয়েছে।

আরো বলা হয়েছে, ২২ফেব্রুয়ারি বড় ধরনের এ খনি দুর্ঘটনায় ৫৩জনের প্রাণহানি ঘটে। আলক্সা গিল কম জনবহুল একটি এলাকা যার অর্থনীতি মূলত খনি শিল্পের উপর নির্ভর করে থাকে। মুলতঃ চীনে কয়লা খনিতে মৃত্যুর ঘটনা নতুন নয়। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights