।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান শহরের এক রেস্টুরেন্টে বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
আঞ্চলিক কমিউনিস্ট পার্টি কমিটির উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বলেছে- বুধবার সন্ধ্যায় বারবিকিউ রেস্টুরেন্টটিতে তরল পেট্রোলিয়াম গ্যাস নির্গত শুরু হয়। একসময় বিশাল শব্দে বিস্ফোরণ ঘটে।
এদিকে বিস্ফোরণের ঘটনায় আহতদের ৭ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংস্থাটি।
নিংজিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইনচুয়ানের কেন্দ্রস্থলে ফুওয়াং বারবিকিউ রেস্টুরেন্টে বুধবার স্থানীয় সময় রাত ৮ টা ৪৫ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। তিন দিনের ড্রাগন বোট ফেস্টিভাল হলিডে’র প্রাক্কালে বিস্ফোরণটি ঘটল। সংস্থাটির মতে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।