আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

একঝাঁক সঙ্গীতশিল্পী নিয়ে সাদিয়া ভিসিডি সেন্টারের ঈদ আয়োজন

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ২০ জুন ২০২৩ @ ০৭:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ জুন ২০২৩@০৯:৪৮ অপরাহ্ণ
একঝাঁক সঙ্গীতশিল্পী নিয়ে সাদিয়া ভিসিডি সেন্টারের ঈদ আয়োজন

যাযাবর পলাশ
বিনোদন ডেস্ক।।

আসছে কুরবানির ঈদকে সামনে রেখে একঝাঁক জনপ্রিয় সঙ্গীতশিল্পীর কণ্ঠে গান ও মিউজিক ভিডিও নিয়ে জমজমাট ঈদ আয়োজন করেছে স্বনামধন্য অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাদিয়া ভিসিডি সেন্টার। বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ততম সঙ্গীতশিল্পীরা এই গানগুলো গেয়েছেন। ঈদ উপলক্ষে আয়োজন করা বিভিন্ন শিল্পীর কণ্ঠে এই গানের মিউজিক ভিডিও গুলো ধারাবাহিক ভাবে সাদিয়া ভিসিডি সেন্টার এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে শুরু করেছে। এক নজরে দেখে নিতে পারেন কোন কোন শিল্পীর কণ্ঠে আসছে এই গানগুলো। খুঁজে নিতে পারেন আপনার প্রিয় শিল্পীর গান।

আসছে ঈদ উপলক্ষে সাদিয়া ভিসিডি সেন্টার থেকে যে গানগুলো মুক্তি পাচ্ছে, ১. “সোনার কন্যা”, গেয়েছেন সালমা ও গামছা পলাশ। গানের কথা ও সুর- এস কে সানু। মিউজিক- এস আর লিটন। ২. “ময়নমতি”, গেয়েছেন গামছা পলাশ ও রুমী খান। গানটি লিখেছেন রাসেল কবির, সুর ফারদিন খান। সঙ্গীতায়োজন করেছেন এস আর লিটন। ৩. “রঙ্গীলা নায়ের মাঝি”, গেয়েছেন গামছা পলাশ ও মহুয়া মুনা। গানের কথা ও সুর গামছা পলাশ।মিউজিক করেছেন রেমো বিপ্লব। ৪. “বাটপার”, গেয়েছেন গামছা পলাশ ও সাথী খাঁন। গানের কথা ও সুর – গামছা পলাশ। মিউজিক রেমো বিপ্লব। ৫. “অন্তরেতে তুমি পাখি”, গেয়েছেন ইমন খান। গানের কথা লিখেছেন এস এইচ সোহেল শাহ্ এবং সুর করেছেন ফারদিন খান। মিউজিক হাফিজ বাউলা। ৬. “বাউল সুকুমারের সর্বনাশ”, গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাউল সুকুমার। গানের কথা ও সুর প্লাবন কোরেশি এবং মিউজিক করেছেন এইচ আর লিটন। ৭. “আমার মন ভালো নেই”, গেয়েছেন বাউল সুকুমার। গানের কথা ও সুর এস কে সানু এবং মিউজিক করেছেন এইচ আর লিটন। ৮. ” “চাইনা আমি বাঁচতে” গেয়েছেন ইমন খান। গানটি লিখেছেন এবং সুর করেছেন ইমন খান নিজেই। মিউজিক করেছেন দেবা পাল। ৯. “কষ্ট নিয়েই বাঁচি”। কথা, সুর এবং কণ্ঠ ইমন খান। মিউজিক দেবা পাল। ১০. “তোর আঘাতে জনম গেলো” গেয়েছেন ইমন খান। কথা ও সুর ইমন খান। মিউজিক দেবা পাল।

একঝাঁক সঙ্গীতশিল্পী নিয়ে বিশাল এই ঈদের আয়োজন প্রসঙ্গে সাদিয়া ভিসিডি সেন্টারের কর্ণধার হজরত আলী বলেন, আমরা সবসময়ই ভালো গান এবং বিগ বাজেটের মিউজিক ভিডিওতে নজর দেই বেশি। প্রত্যেকটি উদযাপনেই আমরা জনপ্রিয় সব শিল্পীদেরর কণ্ঠে গান উপহার দিয়ে থাকি। এবার ঈদেও সেই চিন্তা নিয়েই পরিকল্পনা নিয়েছি। আশাকরি গানগুলো শ্রোতাদের মন জয় করে নেবে ইনশাআল্লাহ

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights