আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রতিদিন রেমিট্যান্স আসছে ৬৯৪ কোটি টাকা

  • In ব্যবসা বাণিজ্য
  • পোস্ট টাইমঃ ২০ জুন ২০২৩ @ ০১:২৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ জুন ২০২৩@০১:২৩ পূর্বাহ্ণ
প্রতিদিন রেমিট্যান্স আসছে ৬৯৪ কোটি টাকা

।।বিশেষ প্রতিনিধি।।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বেড়েছে প্রবাসী আয়ের গতি। চলতি জুন মাসের প্রতিদিন প্রায় ৬কোটি ৪০লাখ ডলার বা ৬৯৪কোটি টাকার (প্রতি ডলার ১০৮টাকা ৫০পয়সা হিসেবে) প্রবাসী আয় আসছে দেশে। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রায় দুই বিলিয়নের কাছাকাছি (১৯১কোটি ডলারের বেশি) চলে যাবে রেমিট্যান্স আয়।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী- চলতি মাস জুনের প্রথম ১৬দিনে ১১২কোটি ৫৯লাখ ডলার বা ১২হাজার ২১৬কোটি টাকার প্রবাসী আয় এসেছে দেশে। মাসটিতে প্রতিদিন আসছে প্রায় ৬কোটি ৪০লাখ ডলার বা ৬৯৪কোটি টাকা। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রায় দুই বিলিয়নের কাছাকাছি বা ১৯১কোটি ডলারের বেশি আসবে। আর বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২০হাজার ৭২৩কোটি টাকা ছাড়িয়ে যাবে।

এর আগে সব শেষ মে মাসের পুরো সময়ে ১৬৯কোটি ১৬লাখ ৩০হাজার ডলার এসেছিল। সে হিসাবে এখন পর্যন্ত মে মাসের চেয়ে চলতি জুন মাসে রেমিট্যান্স প্রবাহ অনেক ভালো অবস্থানে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন- কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবারের কাছে রেমিট্যান্স পাঠাচ্ছেন। বাকি সময়ে আরও বেশি রেমিট্যান্স আসবে বলে ধারণা করা হচ্ছে।

জুন মাসের প্রথম ১৬দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০কোটি ৭২লাখ ১০হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫কোটি ৯২লাখ ৬০হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮৫কোটি ৬১লাখ ৭০হাজার ডলার। এ ছাড়া বিদেশিখাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২লাখ ৬০হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স।

আলোচিত সময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৮ টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে- রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, কমিউনিটি ব্যাংক লিমিটেড, সিটিজেনস ব্যাংক পিএলসি। বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে- হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights