আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঈদুল আজাহা’য় সারাদেশে ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদিপশু কোরবানি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩০ জুন ২০২৩ @ ০৭:৪৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ জুন ২০২৩@০৭:৪৭ অপরাহ্ণ
ঈদুল আজাহা’য় সারাদেশে ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদিপশু কোরবানি

।।নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১কোটি ৪১হাজার ৮১২টি গবাদিপশু কোরবানি দেয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার ৯১হাজার ৪৯টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে কোরবানি করা গবাদিপশুর সংখ্যা ছিল ৯৯লাখ ৫ হাজার ৭৬৩টি এবং ২০২১সালে এ সংখ্যা ছিল ৯০লাখ ৯৩হাজার ২৪২টি। এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে।

মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ২৫লাখ ৪৮হাজার ১৮৪টি, চট্টগ্রাম বিভাগে ২০লাখ ৫১হাজার ৭৭৭টি, রাজশাহী বিভাগে ২১লাখ ৩২হাজার ৪৬৯টি, খুলনা বিভাগে ৯লাখ ৪৯হাজার ৫৮১টি, বরিশাল বিভাগে ৪লাখ ৩০হাজার ৬৭৩টি, সিলেট বিভাগে ৩লাখ ৯৪হাজার ৩৯টি, রংপুর বিভাগে ১১লাখ ৪৯হাজার ১৮৭টি এবং ময়মনসিংহ বিভাগে ৩লাখ ৮৫হাজার ৯০২টি গবাদিপশু কোরবানি হয়েছে।

কোরবানি হওয়া গবাদিপশুর মধ্যে ৪৫লাখ ৮১হাজার ৬০টি গরু, ১লাখ ৭হাজার ৮৭৫টি মহিষ, ৪৮লাখ ৪৯হাজার ৩২৮টি ছাগল, ৫লাখ ২হাজার ৩০৭টি ভেড়া এবং ১হাজার ২৪২টি অন্যান্য পশু।

এর মধ্যে ঢাকা বিভাগে ১১লাখ ৭১হাজার ২১৭টি গরু, ৬হাজার ৪৮০টি মহিষ, ১২লাখ ৬৭হাজার ৫৯৫টি ছাগল, ১লাখ ২হাজার ১৬টি ভেড়া ও অন্যান্য ৮৭৬টি পশু। চট্টগ্রাম বিভাগে ১২লাখ ২৯হাজার ৬২টি গরু, ৮৭হাজার ২১৪টি মহিষ, ৬লাখ ৪১হাজার ৯৭৮টি ছাগল, ৯৩হাজার ১৮১টি ভেড়া ও অন্যান্য ৩৪২টি পশু। রাজশাহী বিভাগে ৭লাখ ১১হাজার গরু, ৯হাজার ৪৬৯টি মহিষ, ১২লাখ ৩১টি হাজার ছাগল ও ১লাখ ৮১টি হাজার ভেড়া। খুলনা বিভাগে ২লাখ ৭০হাজার ২১৯টি গরু, ১হাজার ৪৯২টি মহিষ, ৬লাখ ৫২হাজার ৭৩১টি ছাগল, ২৫হাজার ১২৩টি ভেড়া ও অন্যান্য ১৬টি পশু। বরিশাল বিভাগে ২লাখ ৭৬হাজার ৬৩৫টি গরু, ৯৮৯টি মহিষ, ১লাখ ৫১হাজার ৫৬৪টি ছাগল ও ১হাজার ৪৮৫টি ভেড়া। সিলেট বিভাগে ১লাখ ৯৯হাজার ১৭২টি গরু, ১হাজার ১৫৩টি মহিষ, ১লাখ ৭২হাজার ৭৪টি ছাগল ও ২১হাজার ৬৪০টি ভেড়া। রংপুর বিভাগে ৫লাখ ৩৬হাজার ৭২০টি গরু, ২৬৯টি মহিষ, ৫লাখ ৪৬হাজার ৩৫৭টি ছাগল ও ৬৫হাজার ৮৩৩টি ভেড়া, এবং ময়মনসিংহ বিভাগে ১লাখ ৮৭হাজার ৩৫টি গরু, ৮০৯টি মহিষ, ১লাখ ৮৬হাজার ২৯টি ছাগল ও ১২হাজার ২৯টি ভেড়া কোরবানি হয়েছে।

এ বছর সারাদেশে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ছিল ১কোটি ২৫লাখ ৩৬হাজার ৩৩৩টি।
সূত্র-বাসস

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights