।।বিশেষ প্রতিনিধ।।
সুইজারল্যান্ড সফর নিয়ে আগামী বুধবার (২১জুন) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান- আগামী বুধবার (২১জুন) দুপুর ১২ টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত ১৩জুন থেকে ১৬জুন পর্যন্ত সুইজারল্যান্ড সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি “ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিটঃ সোশ্যাল জাস্টিস ফর অল” শীর্ষক সম্মেলনে যোগদান করেন।
১৪জুন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসস্থানে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শেখ হাসিনা মাল্টার প্রেসিডেন্ট ডক্টর জর্জ ভেলার সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী আইএলও এর সদর দপ্তরে ডিজি কর্তৃক আয়োজিত উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নৈশভোজে যোগ দেন।
সফর শেষে গত শুক্রবার দিবাগত রাত ১ টা ৫৫মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।