আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পদ্মা সেতুর ৩১৬ কোটি টাকা ঋণ পরিশোধ

পদ্মা সেতুর ৩১৬ কোটি টাকা ঋণ পরিশোধ

।।নিজস্ব প্রতিবেদক।।

পদ্মা সেতুর ঋণের আরো দুই কিস্তির টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। তৃতীয় ও চতুর্থ কিস্তিতে মোট ৩১৬কোটি ২লাখ ৬৯হাজার ৯৩টাকা পরিশোধ করা হয়েছে।

সোমবার (১৯জুন) সকাল ১০ টার দিকে আনুষ্ঠানিকভাবে সরকারের অর্থ বিভাগের কাছে এই চেক হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ মনজুর হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দ্বিতীয় এই চেক হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব ও সাংবাদিকরা।

সংশ্লিষ্টরা জানান- গত ৫ এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬কোটি ৯০লাখ ৯৭হাজার ৫০টাকা পরিশোধ করা হয়েছে। এ নিয়ে প্রথম বছরে ৬৩২কোটি ৯৩লাখ ৩৬হাজার ১৪২টাকা পরিশোধ করা হলো।

পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হলেও এই টাকা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই ঋণের টাকা ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে আগামী ৩৫বছরে ১ শতাংশ হারে সুদসহ ফেরত দিতে হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights