আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পবিত্র হজের উদ্দেশ্যে সৌদিতে পৌঁছলেন ৯৭ হাজার বাংলাদেশী

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৯ জুন ২০২৩ @ ০২:০৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ জুন ২০২৩@০২:০৫ অপরাহ্ণ
পবিত্র হজের উদ্দেশ্যে সৌদিতে পৌঁছলেন ৯৭ হাজার বাংলাদেশী

।। নিজেস্ব প্রতিবেদক ।।

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৯৬হাজার ৯১৯জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯হাজার ৭৯৮জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭হাজার ১২১হজযাত্রী দেশটিতে পৌঁছে গেছেন। আর চলতি বছর এ পর্যন্ত বিভিন্ন কারণে তিন নারীসহ ২২জন হজযাত্রী মারা গেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের ২৯ তম বুলেটিন থেকে আজ সোমবার এ তথ্য জানা গেছে।

বুলেটিনে বলা হয়েছে- এরই মধ্যে সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে ২৮হাজার ২৯২হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।

এ বছর মোট ১ লাখ ২৭হাজার ১৯৮হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। এরই মধ্যে এক লাখ ১৫হাজার চারটি হজযাত্রী ভিসা ইস্যু করা হয়েছে। বাংলাদেশ থেকে চলতি বছর ২১মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২জুন। অন্যদিকে হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২আগস্ট।

এ বছর ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তবে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩হাজার ৫৯৯জনকে পরিবহণ করবে। মোট ১৬০ টি ডেডিকেটেড প্রি-হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ২২জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে। এ ছাড়া সৌদি এয়ারলাইন্স ৫০শতাংশ হজযাত্রী পরিবহণ করবে।

এদিকে হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯দফা সময় বাড়িয়ে কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সবশেষে প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights