আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত-১২

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৮ জুন ২০২৩ @ ০৫:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুন ২০২৩@০৫:৩৩ অপরাহ্ণ
পাকিস্তানে বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত-১২

।। ইন্টারন্যাশনাল ডেস্ক ।। 

পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১২জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বোরবার (১৮জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি নিউজ।

পাঞ্জাবের ফেডারেল হাইওয়ে পুলিশের মুখপাত্র সাকিব ওয়াহেদ বলেন, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে পূর্বাঞ্চলীয় শহর লাহোর যাওয়ার পথে কালার কাহার সল্ট রেঞ্জের কাছে এ দুর্ঘটনার কবলে পড়ে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটির ইঞ্জিনের ত্রুটির কারনে নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র পুলিশের উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে খবরে প্রকাশিত হয়।

পুলিশ বলেছে, নিহতদের মধ্যে ৭জন পুরুষ, ৩জন নারী ও দুইটি শিশু রয়েছে। উদ্ধার অভিযান তদারকি করেন মোটরওয়ের পুলিশের উপ-মহাপরিদর্শক মুহাম্মদ ইউসুফ মালিক। পরে তিনি চকওয়াল ট্রমা সেন্টারে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন।

সিসি টিভির ক্যামেরায় দেখা গেছে, বিপরীত দিক থেকে আসা আরো একটি গাড়ি, যাত্রীবাহী বাসের ধাক্কায় উল্টে গেছে। তবে ওই গাড়িতে থাকা কেউ হতাহত হয়েছেন কিনা, তা জানা যায়নি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights