আজ ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটে সাংবাদিক নাদিম হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে সাংবাদিক নাদিম হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
ছবি- বিডিহেডলাইন্স

।।জয়পুরহাট প্রতিনিধি।।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদসহ হত্যার মূল পরিকল্পনা সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭জুন) বেলা ১২ টায় জয়পুরহাট প্রেসক্লাব চত্বরে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, এনটিভির জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মোস্তাকিম ফাররোখ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল আলিম, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোয়াজ্জে হোসেন, গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি খ ম আব্দুর রহমান রনি, সময় টিভি ও বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজ, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলামসহ জেলা বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

সমাবেশে বক্তারা, একাত্তর টেলিভিশনের সাংবাদিক নাদিম হত্যাকান্ডের মূলহোতা সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকল হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার এ ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। অবিলম্বে সাংবাদিকদের উপর হামলা মামলা ও নির্যাতন বন্ধ করতে হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights