আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বিএনপি নির্বাচন করতেই চায়: নজরুল

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১৭ জুন ২০২৩ @ ১০:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ জুন ২০২৩@১০:১৩ অপরাহ্ণ
বিএনপি নির্বাচন করতেই চায়: নজরুল

।।নিজস্ব প্রতিবেদক।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচন করতেই চায়, তবে সেই নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নয়। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দ্বন্দ্ব এখনও ঘোচেনি। বিএনপি চাইছে, নির্বাচনকালীন নির্দলীয় সরকার। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, এই সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ নেই।

এর মধ্যেই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের শুক্রবার বলেন, যতই লাফালাফি করেন, যতই চোখ রাঙান- আপনাদের দলের লোকেরা তলে তলে অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

তার সেই বক্তব্য ধরে নজরুল বলেন, আরও অনেক লোক কেন? আমরা সবাই তো নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তবে এই সরকারের অধীনে না, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তাছাড়া কোনো ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এখনও দলের রয়েছে জানিয়ে তিনি বলেন, এই সরকারের অধীনে আমরা তো ইউনিয়ন পরিষদের নির্বাচনেও অংশগ্রহণ করি নাই। এই যে ক’দিন আগে কয়েকটা সিটি করপোরেশন নির্বাচন গেল বিএনপির কি কেউ অংশগ্রহণ করছে? দুই-একজন যারা কোনো বিশেষ কারণে অংশগ্রহণ করেছেন, আমরা তাদেরকে বহিষ্কার করে দিয়েছি।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে দাবি করে নজরুল বলেন, আজকে সব বিরোধী রাজনৈতিক দল এমনকি জাতীয় পার্টির জিএম কাদের সাহেব উনিও বক্তৃতা করেছেন যে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। দেখবেন আরও যারা বলে নাই, তারাও বলবেন এই কথা। এমনকি ১৪ দলের মধ্যে যারা আছে, তাদের অনেকে বলছেন।

রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রদল নেতা শাহ মাঈনুল আহসান চৌধুরীর পিংকুর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নজরুল।‘শহীদ পিংকু স্মৃতি পরিষদ’ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ডা. সৈয়দ আমজাদ আলী হিরণ। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, ডা. মোস্তাক রহিম স্বপন, প্রয়াত পিংকুর ভাই খালেদ হাসান চৌধুরী ফাহিম সভায় বক্তব্য রাখেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights