।।পাইকগাছা প্রতিনিধি।।
জগদ্বীখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায়ের ৭৯তম মহা প্রয়াণ দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খুলনার পাইকগাছার রাড়ুলীস্থ বিজ্ঞানীর বসত বাড়ির সামনে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

ছবি- বিডিহেডলাইন্স
এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা চেয়ারম্যান বলেন, আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় বিভিন্ন উপাধিতে ভূষিত ছিলেন। সিআইই, এএনআই, এফআরএএসবি, এফআইএস, এফসিএস (যিনি পিসি রায় নামেও পরিচিত ছিলেন)। তার জন্ম ২ আগস্ট ১৮৬১ ও মৃত্যু ১৬ জুন ১৯৪৪। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি (I) নাইট্রেটের আবিষ্কারক। দেশি শিল্পায়ন উদ্যোক্তাও ছিলেন।
তিনি বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর সহকর্মী ছিলেন। তাঁর জন্মভূমি খুলনায় পাইকগাছাতে হওয়ার আমরা পাইকগাছাবাসী ধন্য।