সুদীপ্ত মিস্ত্রী
পাইকগাছা প্রতিনিধি।।
খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ১৪ জুন রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলাটি গজালিয়া উদয়ন সংঘ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা আবু মোঃ ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু।
প্রধান অতিথী তার বক্তব্য বলেন- (ক্রিড়া শক্তি ক্রিড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল)- এই শ্লোগানকে সামনে রেখে তরুন সমাজকে সামনের দিকে এগোতে হবে। মাদকদ্রব্য ও মোবাইলের আসক্তি থেকে এক মাত্র খেলাধুলাই পারে একটা সুষ্ঠু সমাজ গড়তে। তিনি তরুনদের নিজ ও দেশের একজন হয়ে উঠার জন্য অনুরোধ করেন। উপস্থিত বিশেষ অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
গড়ইখালী ইউনিয়ন অনূর্ধ্ব ১৭ ফুটবল একাদশ বনাম চাঁদখালী অনূর্ধ্ব ১৭ ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।