।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনার মামলায় ফ্লোরিডার মিয়ামির একটি আদালতে হাজির হয়ে নিজের দোষ অস্বীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি আদালতে অভিযুক্ত হয়েছেন।
চলতি বছর দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় কোনো অপরাধ আদালতে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। কালো স্যুট ও লাল টাই পরিহিত ট্রাম্প দুই হাত জোড় করে আদালতে কঠিন মুখে নিরবে বসে ছিলেন। পরে তার সমর্থকেরা বেডিমিনস্টার গলফ ক্লাবে হাজির হলে তিনি তাদের উদ্দেশে বক্তব্য রাখেন।
মার্কিন পতাকার বিপরীতে দাঁড়িয়ে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নামতে যাওয়া ট্রাম্প সমর্থকদের বলেন, গোপন নথি রাখার সব অধিকার তার ছিল, কিন্তু তিনি আসলে সব বক্স নিয়ে যেতে পারেননি।
এর আগে মিয়ামি ত্যাগের আগে নিজের সোস্যাল মিডিয়া ট্রুথ সোস্যালে ট্রাম্প মিয়ামি শহরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, দেশের ইতিহাসের এরকম এক দুঃখের দিনে এরকম উষ্ণ অভ্যর্থনা পাওয়ায় তিনি আপ্লুত।
এর কয়েক ঘণ্টা আগে আদালতে হাজিরা দেন ট্রাম্প। তার বিরুদ্ধে নথি অব্যবস্থাপনার জন্য মোট ৩৭ ধরনের অভিযোগ আনা হয়েছে।