।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ভারতের গুজরাটের সৌরাষ্ট্র এবং কুচ অঞ্চল এবং সংলগ্ন পাকিস্তান উপকূলে বৃহস্পতিবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। এটি বর্তমানে পূর্ব-মধ্য আরব সাগরে পোড়বন্দর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।
মঙ্গলবার গুজরাটের কর্তৃপক্ষ উপকূলীয় এলাকা থেকে প্রায় ৩৭ হাজার ৮০০ মানুষকে অস্থায়ী শিবিরে সরিয়ে নিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় বেশ কয়েকটি টিম মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনের সঙ্গে পরিকল্পনা ভাগাভাগি করছে ভারতীয় সেনাবাহিনী।
মঙ্গলবার ঘূর্ণিঝড় মোকাবিলায় গুজরাটের প্রস্তুতি পর্যালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। উপকূলীয় এলাকায় বসবাসরতদের সরিয়ে নেয়ার পরামর্শ দেন অমিত শাহ। এসব এলাকায় জরুরি বিদ্যুৎ, টেলিসেবা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশনা দেন তিনি।
ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয় কুচের মানভি এবং পাকিস্তানে জাকাউ বন্দরের মধ্যবর্তী এলাকা দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অতিক্রম করতে পারে। এই সময় এর বাতাসের গতিবেগ থাকতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত।
এদিকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে গতকাল মঙ্গলবারের মধ্যে পাকিস্তানের সিন্ধ প্রদেশের করাচির উপকূলীয় এলাকাগুলো থেকে ১ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিন্ধ প্রদেশে সব ধরনের পরীক্ষা এবং শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সিন্ধে মোবাইল নেটওয়ার্ক সেবা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।