আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ মুখোমুখি আফগান পরীক্ষার

বাংলাদেশ মুখোমুখি আফগান পরীক্ষার
ছবি- ফাইল ছবি

।।স্পোর্টস ডেস্ক।।

টেস্ট ক্রিকেটের নবীনতম সদস্য আফগানিস্তান। আর এই সংস্করণে দুই দশকের বেশি সময় পেরিয়ে এসেছে বাংলাদেশ। অভিজ্ঞতার বিচারে পরিষ্কার এগিয়ে তারা। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসও এদিক থেকে নিজেদেরই ওপরে রাখছেন।

তবে অভিজ্ঞতা তেমন না থাকলেও এই সংস্করণে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল রয়েছে আফগানিস্তানের পক্ষে। ২০১৯সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম টেস্টে ২২৪রানের বিব্রতকর পরাজয় সঙ্গী হয় স্বাগতিকদের।

চার বছর পর এবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের এটি ৭০০তম ম্যাচ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হলো বুধবার সকাল ১০টায়। এই ম্যাচ দিয়ে প্রথমবার টেস্টে অধিনায়কত্ব করবেন লিটন দাস৷ তবে চোটের কারণে এই ম্যাচে দুই অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাচ্ছেন না বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক।

আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের পাঁচ দিনই রয়েছে হালকা থেকে বৃষ্টিপাতের আশঙ্কা। তবে মাঠের খেলায় এর প্রভাব পড়ার তেমন শঙ্কা নেই।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights