আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঈদের ছুটি বাড়িয়ে ৪ দিন করার প্রস্তাব

  • In অন্যান্য
  • পোস্ট টাইমঃ ১৪ জুন ২০২৩ @ ১২:৫২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুন ২০২৩@১২:৫২ পূর্বাহ্ণ
ঈদের ছুটি বাড়িয়ে ৪ দিন করার প্রস্তাব
ছবি- ফাইল ছবি

।।নিজস্ব প্রতিবেদক ।।

কোরবানির ঈদের সরকারি ছুটি তিনদিনের পরিবর্তে চারদিন করার প্রস্তাব দিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোজা ও কোরবানির ঈদে সরকারি ছুটি বরাবরই তিন দিন থাকে। আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে নিয়ে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন।

সচিবালয়ে মঙ্গলবার (১৩জুন) বিকেলে মন্ত্রিসভা কমিটির সভা শেষে মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন- ঈদের ছুটি ২৮জুন থেকে শুরু না করে ২৭জুন থেকে শুরুর সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি। ছুটি একদিন বাড়িয়ে দিলে ঈদে চাপ কমবে। মন্ত্রিসভা কমিটি ২৭জুন থেকে ঈদের ছুটি দেয়ার সুপারিশ করেছে। এই সুপারিশ অনুমোদন পেলে ২৭থেকে ৩০জুন পর্যন্ত কোরবানির ঈদের ছুটি হবে।

মন্ত্রী বলেন- কমিটি ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করলেও এ বিষয়ে মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights