আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দাকোপে উপজেলায় ডিমান্ড সাইড ফাইনান্সিং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ জুন ২০২৩ @ ১২:৪৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুন ২০২৩@১২:৪৩ পূর্বাহ্ণ
দাকোপে উপজেলায় ডিমান্ড সাইড ফাইনান্সিং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

।।দাকোপ প্রতিনিধি।।

দাকোপে উপজেলায় স্বাস্থ্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম ডিমান্ড সাইড ফাইনান্সিং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

দাকোপ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্য বিভাগ খুলনার উপ-পরিচালক ডাঃ ফেরদৌসি আক্তার। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুদীপ বালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার রিসোর্স পার্সন ডাঃ নুর-ই আলম সিদ্দিকি, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুর ইসলাম, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রুপা টিকাদার, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ এবং দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস। সভায় অংশগ্রহণ ও আলোচনা করেন অনুষ্ঠানে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যকে সামনে রেখে স্কীমের আওতায় দরিদ্র ও দুঃস্থ গর্ভবতী মহিলাদের গর্ভকালীন সকল ধরনের স্বাস্থ্য সেবার আওতায় আনা ও নিরাপদ প্রসবে উৎসাহিত করতে সরকারের উদ্যোগ সফল করতে সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলা হয়।

আরো উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, দপ্তর সম্পাদক পারুল বেগম, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, উপজেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। তারা বলেন সবাইকে সচেতন হতে হবে এবং একত্রে কাজ করতে হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights