।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
বিশ্বের নয়টি পরমাণু শক্তির দেশ তাদের পরমাণু অস্ত্রের আধুনিকায়ন করেছে। ২০২২সালে চীনের পরমাণু ওয়্যারহেডের সংখ্যা ১৭শতাংশ বৃদ্ধি পেয়েছে। সুইডেনভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্স ইনস্টিটিউট এই তথ্য জানিয়েছে। সোমবার সংস্থাটির রিপোর্ট (ইয়ারবুক-২০২৩) প্রকাশিত হয়েছে।
থিংক ট্যাংকটি বলছে, তাদের ধারণা চীনের পরমাণু অস্ত্র ৩৫০থেকে বৃদ্ধি পেয়ে ৪১০এ দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি তাদের রিপোর্টে আরও বলেছে ২০৩০সালে যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার যতগুলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) থাকবে, চীনের হাতেও একই সংখ্যক আইসিবিএম থাকবে।
থিংক ট্যাংকটির সহযোগী সিনিয়র ফেলো হ্যান্স এম ক্রিস্টেনসেন বলেন- চীন তাদের পরমাণু অস্ত্র উল্লেখযোগ্য সংখ্যায় বৃদ্ধি করছে। যদিও অতীতে চীন বলেছে- জাতীয় নিরাপত্তা বজায় রাখতে যে সংখ্যায় পরমাণু অস্ত্র প্রয়োজন, তারা কেবল তেমন সংখ্যক পরমাণু অস্ত্র রাখবে। কিন্তু চীন তাদের কথা রাখে নাই।
সূত্র: আল জাজিরা