।।কাহালু (বগুড়া) প্রতিনিধি।।
রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২- ২২২৩ ইংরেজি অর্থ বছরে প্রদর্শনী মৎস্য চাষির মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠান সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আল হাবিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবু মুছা। উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ লালু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আরা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নূর নবী, উপজেলা কৃষি অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোছাঃ রায়হাতুন নাহারসহ প্রমুখ।
উল্লেখ্য, মৎস্য সম্পদ উন্নয়নে তিন ধরনের মৎস্য চাষিদের মাঝে উপকরণসহ খাদ্য বিতরণ করেন। মৎস্য চাষিরা হলেন- গলদা-কার্প মিশ্রচাষ প্রদর্শনী মৎস্য চাষি বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শফিকুল ইসলাম, মনোসেক্স তেলাপিয়া প্রদর্শনী মৎস্য চাষি মোঃ শাহজাহান আলী, শিং মাছ প্রদর্শনী চাষি মোঃ নুর আলম।