আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেলুটি ইউনিয়নে ক্রিকেটে চ্যাম্পিয়ন উপজেলা প্রশাসন

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১২ জুন ২০২৩ @ ১২:১৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ জুন ২০২৩@১২:১৬ পূর্বাহ্ণ
দেলুটি ইউনিয়নে ক্রিকেটে চ্যাম্পিয়ন উপজেলা প্রশাসন

সুদীপ্ত মিস্ত্রী
পাইকগাছা প্রতিনিধি।।

খুলনা জেলার পাইকগাছা উপজেলার ঐতিয্যবাহী দারুনমল্লিক ডিএইচকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেলুটি ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ ৪দলীয় দেলুটি ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন দল বিজয়ী হয়।

দেলুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব সরদার আলী আহসান, লোনা পানি বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ নাসের শেখ, আওয়ামীলীগ নেতা বাবু তরুন কান্তি সরকার,নসুকান্তি সরকার, নিশীত মজুমদার, এ্যাড. তরুন কান্তি রায়, সুপদ রায় শিক্ষক জিতেন্দ্রনাথ ঢালী, রনধীর মন্ডল, ইউপি সদস্য জনাব সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, রবীন্দ্রনাথ মন্ডল, কিংশুক রায়, চম্পক বিশ্বাস, বদিয়ার হোসেন, পলাশ রায়, রিংকু রায়, পবিত্র সরদার, বিনতা সরকার, লক্ষ্মী সরকার, মেরী সরদার, ইউপি সচিব বিজয় কুমার পাল, হিসাব সহকারী বুলবুল আহমেদ, যুবলীগ নেতা অন্জন মন্ডল, শ্রীকৃষ্ণ রপ্তান, প্রকাশ হালদার, নিতীশ রায়, শেখর রায়,নস্মৃতিশ রায়, জীবন সরকার, কাকন রায়সহ প্রমুখ।

উক্ত খেলায় লাল দল, নীল দল, সবুজ দল এবং উপজেলা প্রশাসন দল অংশগ্রহন করে। ফাইনালে উপজেলা প্রশাসন দল সবুজ দলকে ২৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে বিজয়ের ক্রেস্ট ছিনিয়ে নেয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights