বিনোদন ডেস্ক
২০০০ সালে অস্কারে সেরা সিনেমার পুরস্কার জয়ী ‘গ্লাডিয়েটর’ সিনেমার পরবর্তী সিকুয়েল নির্মাণের সেটে দুর্ঘটনা হয়েছে। এতে প্রোডাকশনটির বেশ কয়েক কর্মী আহত হয়েছে।
শনিবার প্যারামাউন্ট পিকচার্সের এক বিবৃতিতে জানানো হয়, প্লেনের একটি স্ট্যান্ট ধারণ করার সময় দুর্ঘটনা ঘটে। তবে কেউই জীবনের হুমকি হতে পারে এমন আহত হয়নি।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, দুর্ঘটনার পর নিরাপত্তা এবং চিকিৎসাকারী দল দ্রুত আহতদের সেবা দেয়। তাদের সবার অবস্থাই স্থিতিশীল এবং এখনো চিকিৎসা নিচ্ছেন।
ওই দুর্ঘটনার খবর প্রথম সামনে আনে ভ্যারাইটি ম্যাগাজিন। তারা জানায় দুর্ঘটনার পর ছয় জন পুড়ে যাওয়ার চিকিৎসা নিয়েছেন। মরক্কোর একটি সেটে এই দুর্ঘটনা হয় বলেও জানিয়েছে তারা।
গ্লাডিয়েটরের পরবর্তী সিকুয়েলটি নির্মাণ করছেন রিডলি স্কট। এটাই তার প্রথম সিনেমা হতে যাচ্ছে। মূল ছবিতে গ্লাডিয়েটরের ভূমিকায় অভিনয় করে ২০০০ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নেন অভিনেতা রাসেল ক্রো।
পরবর্তী সিকুয়েলে অভিনয় তারকাদের মধ্যে আছেন কোনি নিয়েলসন এবং ডেরেক জ্যাকোবি। ২০২৪ সালের নভেম্বরে সিকুয়েলটি মুক্তি পাওয়ার কথা আছে।
বিডে/ কেএইচ/১১০৬২৩/১১;০৫