ইন্টারন্যাশনাল ডেস্ক
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী বহু প্রতীক্ষিত পাল্টা হামলা শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পাল্টা হামলা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এটি কোন পর্যায়ে আছে তানিয়ে বিস্তারিত জানাবেন না বলেও উল্লেখ করেন।
পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে সংঘাত বেড়ে যাওয়ার পর পাল্টা হামলা শুরুর কথা জানান জেলেনস্কি। পূর্বে বাখমুতের কাছে ইউক্রেনীয় সেনারা অগ্রসর হচ্ছে বলে জানা যাচ্ছে। এছাড়া দক্ষিণে ঝাপোরিজ্জিয়ার দিকেও আগানোর খবর মিলেছে। রুশ লক্ষ্যবস্তুতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা।
তবে সম্মুখ যুদ্ধের বাস্তবতা ধারণা করা কঠিন। উভয় পক্ষই বিপরীতমুখী বর্ণনা দিচ্ছে। ইউক্রেন অগ্রসর হওয়ার দাবি করছে আর রাশিয়া বলছে তারা হামলা প্রতিহত করছে।
গত শুক্রবার প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনীয় বাহিনী অবশ্যই তাদের পাল্টা হামলা শুরু করেছে কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতিতে অগ্রসর হওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার কিয়েভে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলাপের পর জেলেনস্কি বলেন, পুতিনের কথাবার্তা মজার। কাঁধ নাড়িয়ে, ভ্রু কুঁচকে পুতিনকে চেনেন না এমন ভাব করে জেলেনস্কি বলেন, এটা গুরুত্বপূর্ণ যে রাশিয়া মনে করেছে, তারা খুব দূরের কেউ নয়। সাংবাদিকদের তিনি বলেন পুতিনকে বলে দিন ইউক্রেনের সামরিক কমান্ডাররা ইতিবাচক মুডে আছে। ইউক্রেনের জন্য নতুন করে পাঁচশ মিলিয়ন কানাডিয়ান ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেন প্রধানমন্ত্রী ট্রুডো।
ইডে/ কেএইচ/১১০৬২৩/১০;৫৩